মিশর সরকার গাজার আরও ৮ সুড়ঙ্গ ধ্বংস করলো
মিশর সরকার গাজার আরও ৮ সুড়ঙ্গ ধ্বংস করলো
মিশরের সেনা সমর্থিত সরকার গাজার আরো আটটি সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছে। এ নিয়ে গত এক বছরে এক হাজার ২৯৭টি সুড়ঙ্গ ধ্বংস করলো মিশর। আরবি সংবাদ মাধ্যম ‘আল ইয়াউম আস-সাবা’ এসব তথ্য জানিয়েছে। মিশর সরকারের এ পদক্ষেপের কারণে গাজার বাসিন্দাদের সমস্যা আরো বেড়ে গেছে।
২০০৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরাইলের সর্বাত্মক অবরোধের মধ্যে রয়েছে। এ অবস্থায় সেখানকার সাধারণ মানুষ সুড়ঙ্গ পথে আসা পণ্যের ওপর মারাত্মকভাবে নির্ভর করতে শুরু করেছে। গাজার সুড়ঙ্গ পথগুলো হয়ে গেছে মানুষের জীবনধারণের প্রধান অবলম্বন।
গাজার অধিবাসীরা সুড়ঙ্গপথে জরুরি পণ্য বিশেষ করে খাদ্য, রান্নার গ্যাস, ওষুধ, পেট্রোল এবং গবাদিপশু আনেন। অথচ এসব সুড়ঙ্গ পথ বন্ধ করে দিচ্ছে মিশরের সেনা সমর্থিত সরকার।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন