ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউক্রেন, ইয়ানুকোভিচ, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা কাজিম, জাফর, হুসাইন,
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচ
ইউক্রেনের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচের বিরুদ্ধে দেশটির পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ইউক্রেনের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, গণহত্যার অভিযোগে ইয়ানুকোভিচের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে পুলিশ। তিনি তার ফেইসবুক পেইজে জানান, ইউক্রেনের আরো কয়েকজন সরকারি কর্মকর্তাকে ফেরারির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিকামী মানুষের ওপর গণহত্যার জন্য সরকারিভাবে একটি মামলা চালু করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য ইয়ানুকোভিচ এবং অন্য কর্মকর্তাদেরকে ফেরারি ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৮৮ জন নিহত হয়েছে। এর মধ্যে কয়েকজন পুলিশও রয়েছে। এছাড়া, বহু বিক্ষোভকারী আহত হয়েছে।

গতকাল ইউক্রেনের জাতীয় সংসদ প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচকে ইমপিচ করে এবং আলেক্সান্ডার তুরচিনভকে অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়।
সূত্রঃ রেডিও তেহরান

 ৃ

নতুন কমেন্ট যুক্ত করুন