নিরাপত্তাহীনতা সৃষ্টিতে মার্কিন ভূমিকা: মাদুরোর সমালোচনা
নিরাপত্তাহীনতা সৃষ্টিতে মার্কিন ভূমিকা: মাদুরোর সমালোচনা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক মন্তব্যকে সেদেশে সহিংসতা উস্কে দেয়ার জন্য সবুজ সংকেত হিসেবে অভিহিত করেছেন।
মাদুরো গতকাল ভেনিজুয়েলায় সাম্প্রতিক অসন্তোষের ব্যাপারে হোয়াইট হাউজের নীতি অবস্থানের সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঔধত্য হিসেবে অভিহিতি করেছেন। উল্লেখ করা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভেনিজুয়েলায় সম্প্রতি প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলাকে অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক বলে অভিহিত করেন। একই সাথে তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে কারাকাসের আহবানের বিষয়েও কোনো জবাব দেননি। এদিকে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে সরকার সমর্থন ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
উল্লেখ করা যায়, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ভেনিজুয়েলার সরকার বিরোধীরা বিভিন্ন শহরে মুদ্রাস্ফীতি ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহিংসতায় এ পর্যন্ত ৮ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এ পরিস্থিতি সৃষ্টির জন্য বিরোধী দল ও তাদের সমর্থক হোয়াইট হাউজকে অভিযুক্ত করেছেন। বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধীদের আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ বিরোধী নেতা লুইপুলদু লাভিয সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার জন্য তার সমর্থকদের প্রতি নির্দেশ দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ভেনিজুয়েলার সরকার বিশেষ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন এটা বুঝতে পেরেছেন যে, বিরোধীরা ও তাদের সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে। কারণ আমেরিকা অনেক দিন ধরেই ভেনিজুয়েলার বর্তমান প্রশাসনকে উৎখাত করার চেষ্টা চালিয়ে আসছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে প্রেসিডেন্ট থাকাকালে তিনি সবসময়ই মার্কিন বিরোধী কঠোর অবস্থান ও স্বাধীন নীতি অনুসরণ করে চলতেন।
এ কারণে আমেরিকা বহুবার অভ্যুত্থানসহ বিভিন্ন উপায়ে হুগো চ্যাভেজকে হত্যা অথবা তাকে ক্ষমতা থেকে উৎখাত করার চেষ্টা চালিয়েছে। এতেও ব্যর্থ হয়ে আমেরিকা শেষ পর্যন্ত চ্যাভেজের বিরোধীদেরকে সমর্থন দেয়ার কৌশল বেঁছে নেয়। কিন্তু তারপরও আমেরিকা চ্যাভেজকে উৎখাত করতে পারেনি। চ্যাভেজের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে চ্যাভেজের নীতি অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ কারণে মাদুরোর সরকারকে দুর্বল কিংবা তাকে উৎখাত করার জন্য আমেরিকার প্রকাশ্য ও গোপন ষড়যন্ত্র অব্যাহত থাকে।
এদিকে, ভেনিজুয়েলায় সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ায় আমেরিকা এটাকে সুযোগ হিসেবে দেখছে এবং এ বিক্ষোভকে ভেনিজুয়েলা সরকারের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বিরোধীদের সঙ্গে আলোচনা করার জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্টের প্রতি আহবান জানান। প্রেসিডেন্ট ওবামার এ বক্তব্যের জবাবে নিকোলাস মাদুরো তার সেদেশের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ ও অসন্তোষের জন্য হোয়াইট হাউজকে দায়ী করেছেন। তিনি আরো বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভকারী একদল ছাত্রদের সঙ্গে দেখা করার দায়ে তিন মার্কিন কূটনীতিককে বহিস্কার করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন