কুনারে তালেবান হামলায় ১৯ সেনা নিহত

কুনারে তালেবান হামলায় ১৯ সেনা নিহত

কুনার , তালেবান, সেনাবাহিনী, আফগান, রেডিও, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ১৯ জন সদস্য নিহত হয়েছে। আজ (রোববার) খুব ভোরে গাজিয়াবাদ জেলায় সেনাবাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক মুখপাত্র আব্দুল গনি মুসামিম।

তিনি বলেছেন, সন্ত্রাসীদের হামলায় ১৯ জন আফগান সেনা নিহত ও সাত জন নিখোঁজ হয়েছে। প্রাদেশিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাবিব সাইয়্যেদখেল বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সাধারণত তালেবান গোষ্ঠীই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

তবে কোন কোন সূত্র বলছে, পাকিস্তানি সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা হতে পারে। গত শনিবার পাকিস্তানের সরকার ঘোষণা করেছে, ২৭ জন পাকিস্তানি সেনাকে অপহরণের পর আফগানিস্তান ভূখণ্ডে হত্যা করা হয়েছে। যদিও আফগান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন