ভারতের প্রতিরক্ষামন্ত্রী:এ দেশে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নেই

ভারতের প্রতিরক্ষামন্ত্রী:এ দেশে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নেই

ভারতের প্রতিরক্ষামন্ত্রী:এ দেশে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নেই

সেনাবাহিনী,  ভারত,  দিল্লি , রেডিও, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা কাজিম,
ভারতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নেই বলে ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ. কে. অ্যান্টনি । তিনি আজ (রোববার) বলেছেন, ভারতের সেনাবাহিনী কখনোই বেসামরিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করবে না। রাজনৈতিক সরকার ব্যবস্থায় তারা কখনোই হস্তক্ষেপ করবে না।

২০১২ সালে সেনাবাহিনী রজাধানী নয়া দিল্লি অভিমুখে রওনা হয়েছিল বলে দেশটির সেনা অভিযান বিষয়ক সাবেক মহাপরিচালক (ডিজিএমও) দাবি করার পর এ. কে অ্যান্টনি এসব মন্তব্য করলেন।

তিনি আরো বলেন, '২০১২ সালে দিল্লি অভিমুখে সেনাবাহিনীর ওই অভিযাত্রা ছিল তাদের নিয়মিত ট্রেনিংয়ের অংশ। ওই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ২০১২ সালেই সংসদে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশয়ের জবাব দেয়া হয়েছে ও আলোচনাও হয়েছে।' এটা নতুন কোন তথ্য নয় বলে তিনি দাবি করেন। অ্যান্টনি বলেন, ভারতের সামরিক বাহিনী হচ্ছে অত্যন্ত দায়িত্বশীল।

সম্প্রতি ভারতের সেনাবাহিনীর সাবেক ডিজিএমও বলেছেন, ২০১২ সালে নয়া দিল্লি অভিমুখে সেনাবাহিনী রওনা হয়েছিল। এর পরপরই ওই বক্তব্য নিয়ে সেদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন