নাজাফের ইমাম মোক্তাদা সাদরের বিদায় চান না
নাজাফের ইমাম মোক্তাদা সাদরের বিদায় চান না
মুক্তাদা সাদর
ইরাকের রাজনীতি থেকে বিদায় না নিতে দেশটির প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতা মুক্তাদা আল-সাদরের প্রতি আহ্বান জানিয়েছেন পবিত্র নাজাফ শহরের জুমার নামাজের ইমাম শেইখ সাদর উদ্দিন কাপানজি। তিনি বলেন,"সাদর আন্দোলন হচ্ছে ইরাকের জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ এবং শিয়া মুসলমানদের নির্ভরতার কেন্দ্র। কাজেই রাজনৈতিক অঙ্গনে তাদের উপস্থিতি প্রয়োজন।"
তিনি আরো বলেছেন, সাদর আন্দোলনের সদস্যদের রয়েছে আত্মত্যাগের দীর্ঘ ইতিহাস। রাজনীতি থেকে সরে যাওয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে না বরং সমস্যা সমাধানে তাদেরকে জোরালো ভূমিকা রাখতে হবে।
গত সপ্তায় ইরাকের সাদর আন্দোলনের নেতা মুক্তাদা সাদর রাজনীতি থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন। নিজের ওয়েবসাইটে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, “আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিদায় নেয়ার ঘোষণা দিচ্ছি।” তিনি আরো বলেছেন, “এখন থেকে আমাদের কোনো শাখা থাকবে না এবং সরকারের ভেতরে বা বাইরে কিংবা সংসদে আমাদের কোনো পদ থাকবে না।”
৪০ বছর বয়সী এ নেতা বলেন, শুধুমাত্র কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান ছাড়া সাদর আন্দোলন তার সমস্ত কার্যালয় বন্ধ করে দেবে।
ইরাকের মন্ত্রিসভায় বর্তমানে সাদর আন্দোলনের ছয়জন সদস্য এবং ইরাকের ৩২৫ আসনের জাতীয় সংসদে ৪০ জন সংসদ সদস্য রয়েছেন। ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের পতনের পর মুক্তাদা আল-সাদরের নেতৃত্বে মেহেদি আর্মি গঠন করা হয় এবং তারা ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন