আমেরিকা: ড্রোন হামলা নিয়ে আর কোনো তথ্য প্রকাশ নয়
আমেরিকা: ড্রোন হামলা নিয়ে আর কোনো তথ্য প্রকাশ নয়
ড্রোন হামলা নিয়ে আরো কখনো কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কারনি (বৃহস্পতিবার) এ কথা ঘোষণা দিয়েছেন বলে ভয়েস অব রাশিয়া খবর দিয়েছে।
তিনি বলেছেন, “এটা হচ্ছে একটা অমীমাংসিত প্রক্রিয়া। বর্তমান এটা অবস্থায় নিতান্তই বিশেষ এবং অনন্য একটা বিষয়। এটা যখন প্রথম জনসমক্ষে আসে তখন আসলে চলতি সপ্তাহের মতো এত বেশি মনযোগ পায়নি। তবে, এখন আমরা সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করছি এবং আমেরিকার স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের জনগণের নিরাপত্তার জন্য যা করা দরকার তার সবই করব।”
জে কারনি দাবি করেন, আমেরিকার প্রেসিডেন্ট সংবিধানের সঙ্গে ভারসাম্য বজায় রেখে আইনের আওতায় সব কিছু করছেন। বিষয়টি তিনি খুবই গুরুত্বসহকারে নিয়েছেন বলেও জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন