লন্ডন সন্ত্রাসবাদ আমদানি-রপ্তানিতে ব্যাস্ত

লন্ডন সন্ত্রাসবাদ আমদানি-রপ্তানিতে ব্যাস্ত

লন্ডন , ইরাক, ব্রিটিশ, আর্জেন্টিনা, সিরিয়া,  তেহরান, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ
ব্রিটেনের রক্ষণশীল দলের এমপি রবার্ট হাফোন বলেছেন, তার দেশ সন্ত্রাসবাদ আমদানি ও রপ্তানিতে ব্যস্ত। সম্প্রতি টাইমস অব ইসরাইলের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।

হাফোন সুস্পষ্ট করে বলেছেন, ব্রিটেনে সন্ত্রাসীদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তারপর তাদেরকে যুদ্ধের জন্য সিরিয়ায় পাঠানো হয়েছে। একইসঙ্গে তিনি সাদ্দাম-বিরোধী যুদ্ধের মতো আরেকটি যুদ্ধে ব্রিটেনের জড়িয়ে পড়ার আশংকাও করেছেন।

তিনি অবশ্য বলেছেন, ইরাক যুদ্ধে ব্রিটেন এতই ক্ষত-বিক্ষত হয়েছে যে, সরাসরি হামলার শিকার না হলে লন্ডনকে নতুন করে কোনো যুদ্ধে জড়াতে দেয়া হবে না।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হিসাব মতে-বর্তমানে ৫০০ ব্রিটিশ গেরিলা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

গত বছরের মে মাসে প্রেসিডেন্ট আসাদ আর্জেন্টিনার ক্লারিন পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন, বিশ্বের ২৯টি দেশের সন্ত্রাসীরা সিরিয়ায় তার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন