আমেরিকা সিরিয় বিদ্রোহীদের সমর্থনে এবং আরব গোপন প্রস্তুতি
আমেরিকা সিরিয় বিদ্রোহীদের সমর্থনে এবং আরব গোপন প্রস্তুতি
সুসান রাইস
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের প্রতি সমর্থন দেয়ার জন্য আমেরিকা এবং তার আরব মিত্রদের মধ্যে গোপন প্রস্তুতি চলছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের শক্তিশালী করার জন্য এ তৎপরতা শুরু হয়েছে।
পশ্চিমা এবং কয়েকটি আরব দেশের গোয়েন্দা প্রধান গত সপ্তাহে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বৈঠকে বসেন। বিদ্রোহীদেরকে আরো উন্নত অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে খবর দিয়েছে দৈনিক ওয়াশিংটন পোস্ট।
রিপোর্টে বলা হয়েছে, এ বৈঠকে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বান্দার বিন নায়েফ উপস্থিত ছিলেন। বিদ্রোহীদের প্রতি সমর্থনের কৌশল নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস সৌদি যুবরাজ বান্দার বিন নায়েফের সঙ্গে কথা বলেন।
আমেরিকা ও তার মিত্রদের নতুন কৌশলের খবর এমন সময় বের হলো যখন সিরিয়ার বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা দখল হারাচ্ছে।
ওয়াশিংটনের এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন- তুরস্ক, কাতার, জর্দান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন কয়েকটি মিত্র দেশের গোয়েন্দা প্রধান। বৈঠকে সবাই একমত হয়েছেন যে, সিরিয়ার সামগ্রিক অভিযান পর্যবেক্ষণ করবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন