সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের:অঙ্গীকার রুহানি-শিরিন বৈঠক

সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের:অঙ্গীকার রুহানি-শিরিন বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র , হাসান রুহানি , শিরিন, বাংলাদেশ, ড. শিরিন শারমিন , শিরিন শারমিন চৌধুরী , ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান,
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দু’টি দেশের সম্পর্ক শক্তিশালী করতে দেশ দু’টি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আজ (মঙ্গলবার) তেহরান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ড. রুহানি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ইরান বিশেষ গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ একটি মুসলিম ও ভ্রাতৃপ্রতীম দেশ এবং বহু বছর ধরে তেহরানের সঙ্গে ঢাকার বন্ধুত্বপ্রতীম সম্পর্ক বিরাজ করছে। প্রেসিডেন্ট রুহানি বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছেন। তিনি তেহরান-ঢাকা সম্পর্ককে অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, আমরা ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধ পরিকর।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন