ইউরোপীয় কোম্পানি ইরানের সঙ্গে তেল চুক্তি করতে যাচ্ছে

ইউরোপীয় কোম্পানি ইরানের সঙ্গে তেল চুক্তি করতে যাচ্ছে

ইউরোপ, ইরান, পরমাণু , তেহরান,  ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা কাজিম,
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তেল চুক্তি সই করার জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইউরোপের একটি কোম্পানি।

ইরানের জাতীয় তেল কোম্পানির কর্মকর্তা কারিম জোবেইদি এ কথা জানিয়েছেন। তবে, কোম্পানিটির নাম প্রকাশ করতে চায়নি কোনোপক্ষ।

কারিম জোবেইদি জানান, শিগগিরি ইউরোপের এ কোম্পানিটি ইরানের সঙ্গে তেল অনুসন্ধানি জোনে কাজ করার জন্য চুক্তিতে সই করবে।

কারিম জোবেইদি আরো জানান, ইউরোপের ওই কোম্পানি সম্প্রতি ইরানের জাতীয় তেল কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে দেশের কয়লা ও তেলক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের জন্য ইরান শর্তগুলো চূড়ান্ত করছে।

গত ২৪ নভেম্বর জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে একটি স্বল্পকালীন চুক্তি হওয়ার পর থেকে ইউরোপের বিভিন্ন তেল কোম্পানি তেহরানের সঙ্গে এ খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন