কিয়েভেতে বিক্ষোভকারীদের হামলায় ৭ পুলিশ নিহত

কিয়েভেতে বিক্ষোভকারীদের হামলায় ৭ পুলিশ নিহত

কিয়েভে, মার্কিন, পুলিশ, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা কাজিম, জাফর, হুসাইন
ইউক্রেনের রাজধানী কিয়েভে সংঘর্ষ
ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের হামলায় অন্তত সাত পুলিশ নিহত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের মদদপুষ্ট বিক্ষোভকারীদের তৎপরতায় ইউক্রেন অচল হয়ে পড়েছে।

দেশটিতে তিন মাস ধরে চলে আসা বিক্ষোভের মধ্যে গতকাল (মঙ্গলবার) গেছে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যদিয়ে। এদিন নিরাপত্তা কর্মী ও বিক্ষোভেকারীদের সংঘর্ষে মারা গেছে মোট ১৮ জন; এর মধ্যে রয়েছে সাত পুলিশ।

সরকার-বিরোধী বিক্ষোভ অবসানের জন্য পুলিশ সময়সীমা বেধে দেয়ার পর গতকাল এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ এ সময় স্বাধীনতা চত্বরে জমায়েত বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে আর বিক্ষোভকারীরা পুলিশের ওপর পেট্রোল বোমা ও পাথর মেরে তার জবাব দেয়।

ইউক্রেনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের হামলায় অন্তত ১৬০ জন পুলিশ আহত হয়েছে যার মধ্যে ৩৯ জন রয়েছে গুলিবিদ্ধ। আর বিক্ষোভকারীদের মধ্যে আহত হয়েছে ১৮৫ জন। ইউক্রেনের সরকারি প্রধান কৌঁসুলি বলেছেন, গতকালের সংঘর্ষে জড়িতদেরকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে।

এদিকে, রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান অ্যালেক্সি পুশকভ বলেছেন, ইউক্রেন এখন গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এ জন্য তিনি পশ্চিমা শক্তিগুলোকে দায়ী করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন