ইসরাইলি বিশেষজ্ঞ: আমেরিকা দুর্বল বলেই ইরান হুমকি দিচ্ছে

ইসরাইলি বিশেষজ্ঞ: আমেরিকা দুর্বল বলেই ইরান হুমকি দিচ্ছে

আমেরিকা, ইরানি, জেনেভা, পরমাণু, হোয়াইট হাউজ, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মু
ইহদিবাদী ইসরাইলের চ্যানেল টেন টেলিভিশনের একজন বিশ্লেষক বলেছেন, ইরানিরা আমেরিকাকে ভয় পায় না, বরং মার্কিন সরকারকে দুর্বল বলে মনে করে।

তাসফি ইয়াহজিকিলি নামের এই বিশ্লেষক বলেছেন, 'এটা সত্য যে আমরা যুদ্ধের দামামা শুনতে পাচ্ছি, কিন্তু এ ধরনের কোনো যুদ্ধ হবে না, বরং সব কিছু স্বাভাবিকভাবেই সম্পন্ন হচ্ছে।'

তাসফি বলেন, 'জেনেভায় পরমাণু আলোচনা অব্যাহত রয়েছে, ইরানিদের দৃষ্টিতে আমেরিকা দুর্বল, কারণ তারা শক্তিশালী হলে হামলাই করতো।'

তিনি বলেন, মার্কিন সরকার দুর্বল বলেই ইরানের সঙ্গে সমঝোতায় নেমেছে; 'আর এ বিষয়টি ইরানিদের দৃষ্টিতে এমন যে এমনকি তারা যদি উল্টো আমেরিকাকেই হুমকি দেয় তাহলে সফল হবে যাতে এটা দেখানো যায় যে কে আসল গুরু বা ওস্তাদ।'

তাসফি ইয়াহজিকিলি নামের এই বিশ্লেষককে চ্যানেল টেন টিভির উপস্থাপক প্রশ্ন করেন যে, 'ইরানিরা কি তাদের এই পদ্ধতির ফলে বর্তমান সাফল্যগুলো হারানোর ভয় করছে না?'

উত্তরে তাসফি বলেছেন, 'না, বরং ঠিক উল্টো...তারা ভয় পাচ্ছে না, ভয় পেলে আমেরিকাকে চ্যালেঞ্জের মুখোমুখি করতো না; হোয়াইট হাউজের বিলম্বিত জবাবের দিকে তাকান, আমাদের এটা বুঝতে হবে যে, ইরানিরা এটা জানে যে আমেরিকা দুর্বল, আর এ জন্যই তারা অর্থাত ইরানিরা এমন আচরণ করছে। এটা হচ্ছে সমঝোতার দ্বিতীয় পর্যায় এবং তারা এখন মধ্যপ্রাচ্যে এভাবে কথা বলছে!'
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন