সিরিয়ায় আহত সন্ত্রাসী ও ইসরাইলের নেতানিয়াহু একই বৃন্তে!
সিরিয়ায় আহত সন্ত্রাসী ও ইসরাইলের নেতানিয়াহু একই বৃন্তে!
সিরিয়ার সরকারি সেনাদের হাতে আহত এক সন্ত্রাসীর সঙ্গে নেতানিয়াহুর করমর্দন
সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে লড়তে গিয়ে আহত হওয়া কয়েকজন সন্ত্রাসীকে ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক হাসপাতালে নেয়ার পর তাদের সঙ্গে দেখা করতে ও খোঁজ-খবর নিতে এসেছেন দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
সিরিয়া থেকে দখল-করা গোলান মালভূমির ওই হাসপাতালে নেতানিয়াহু আহত এক সন্ত্রাসীর সঙ্গে করমর্দন করেন।
সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা এবং আরব রাজা-বাদশাহদের বিদেশী মদদপুষ্ট বিদ্রোহী ও সন্ত্রাসীদের মাধ্যমে সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শত শত আহত সন্ত্রাসীকে চিকিৎসা সেবা দিয়েছে বর্ণবাদী দখলদার শক্তি ইসরাইল।
আসাদ সরকারের বিরুদ্ধে ইসরাইলের বড় ক্ষোভের কারণ হল, এই সরকার মধ্যপ্রাচ্যে ইরান, হিজবুল্লাহ ও হামাসসহ ইসরাইলি দখলদারিত্বের বিরোধী শক্তিগুলোর প্রধান সহযোগী হিসেবে কাজ করে আসছে।
ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও ইহুদিবাদী ইসরাইল ইসলাম এবং মুসলমানদের প্রধান শত্রু আমেরিকার দু’টি পাখা হিসেবে কাজ করছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন