২ বছরে কাতারে ৪৫০ ভারতীয় শ্রমিক নিহত
২ বছরে কাতারে ৪৫০ ভারতীয় শ্রমিক নিহত
কাতারে গত দু’বছরে ৪৫০ ভারতীয় অভিবাসী শ্রমিক নিহত হয়েছে।
কাতারের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ২০১২ এবং ২০১৩ সালের প্রথম ১১ মাসে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে তবে কি কারণে এবং কোথায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে তা বিস্তারিত বলেনি ভারতীয় দূতাবাস।
দুতাবাস সূত্রে আরো বলা হয়েছে- কাতারে প্রতি মাসে গড়ে ২০ জন ভারতীয় শ্রমিক মারা গেছে এবং গত আগস্ট মাসে ২৭ জন মারা যাওয়ার পর নিহত শ্রমিকের সংখ্যা ৪৫০ ছাড়িয়ে যায়। এসব শ্রমিকের বেশিরভাগই কাতারে স্টেডিয়াম ও ২০২২ সালের বিশ্বকাপের জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজে নিয়োজিত ছিল।
কাতারে বিদেশি শ্রমিকদের বেশিরভাগই অমানবিক অবস্থার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয় এবং তারা জরা-জীর্ণ পরিবেশে থাকে। একইসঙ্গে এসব শ্রমিকের কাজের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা নেই।
তবে এসব বিদেশি শ্রমিকের চিত্র প্রথমবারের মতো ফুটে ওঠে গত সেপ্টেম্বরে। সে সময় নেপালের বেশ কয়েকজন শ্রমিক মারা যায় এবং এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন