ইরান ধোঁকায় নত হবে না'
ইরান ধোঁকায় নত হবে না'
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ৬ জাতির সঙ্গে তার দেশের পরমাণু আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী নন, তবে তিনি এই আলোচনার বিরোধিতাও করছেন না।
তিনি আজ (সোমবার) উত্তরপশ্চিম ইরানের তাব্রিজ শহর থেকে আসা হাজার হাজার মানুষের এক সমাবেশে বলেছেন: 'সাবেক ও বর্তমান সরকারের কোনো কোনো কর্মকর্তা মনে করেন আমরা যদি পরমাণু বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করি তাহলে এই সমস্যার সমাধান হবে। পরমাণু বিষয়ে আলোচনার জন্য তারা জোর দেয়ায় আমি বলেছি, আমি এ ধরনের আলোচনার বিরোধী নয়, কিন্তু একই সময়ে আমি এও বলেছি যে, আমি এই আলোচনার ব্যাপারে আশাবাদী নই।'
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তার দেশ কখনও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বলদর্পী কৌশলগুলো ও ধোঁকাবাজির কাছে নতি স্বীকার করবে না এবং মার্কিন সরকার নিজেকে মানব-দরদি হিসেবে তুলে ধরার যে চেষ্টা করছে তাও সফল হবে না বলে তিনি মন্তব্য করেছেন।
আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা সফল হবে না- ইরানের সর্বোচ্চ নেতা এমন সংশয় এর আগেও কয়েক বার প্রকাশ করেছেন।
ইরান পরমাণু ক্ষেত্রে তার অঙ্গীকার রক্ষা করে চলবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেছেন, আমেরিকা পরমাণু প্রসঙ্গটিকে ইরানের বিরুদ্ধে শত্রুতার অজুহাত হিসেবেই ব্যবহার করছে। এখন মার্কিন সরকারের মুখপাত্র মানবাধিকার ও ক্ষেপণাস্ত্র প্রসঙ্গকেও সামনে নিয়ে আসার চেষ্টা করছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের নেতৃত্বে দেশটির পরমাণু আলোচক টিম আজ ভিয়েনায় পৌঁছেছে। জারিফ আজ ইউরোপীয় জোটের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন অ্যাস্টোনের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ৬ জাতি গ্রুপে রয়েছে, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।
রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন