ইরানই লাভবান হচ্ছে পরমাণু আলোচনায়: নেতানিয়াহু
ইরানই লাভবান হচ্ছে পরমাণু আলোচনায়: নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু আলোচনায় কেবল ইরানই লাভবান হচ্ছে। তেহরান 'আগ্রাসী আচরণ' অব্যাহত রেখেছে বলেও তিনি অভিযোগ করেছেন।
নেতানিয়াহু ইসরাইল সফররত পেরুর প্রেসিডেন্ট ওলান্টা হুমালার সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবির পুনরাবৃত্তি করেছেন।
ইহুদিবাদী প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত পরমাণু আলোচনায় কেবল ইরানই লাভবান হয়েছে। বাস্তবে তারা কিছু না দিয়েই অনেক কিছু পেয়েছে।
দখলদার প্রধানমন্ত্রী আরো দাবি করেন, ইরান সন্ত্রাসী গ্রুপগুলোকে অস্ত্র দিয়ে, সিরিয়ায় নিজ জনগণের ওপর আসাদ সরকারের গণহত্যায় সহায়তা দিয়ে, ইসরাইলকে ধ্বংসের আহ্বান জানিয়ে এবং ল্যাটিন আমেরিকাসহ বিশ্বব্যাপী ক্ষতিকর তৎপরতা চালিয়ে আগ্রাসী আচরণ অব্যাহত রেখেছে।
ইরান ও ৬ জাতি গ্রুপের মধ্যে পরমাণু বিষয়ে ৬ মাস মেয়াদি চুক্তির পর নতুন করে পরমাণু আলোচনা শুরুর প্রাক্কালে বর্ণবাদী নেতানিয়াহু এইসব মন্তব্য করলেন।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল (সোমবার) বলেছেন, ৬ জাতির সঙ্গে তার দেশের পরমাণু আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী নন, তবে তিনি এই আলোচনার বিরোধিতাও করছেন না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন