ইসলামি আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলন শুরু

ইসলামি আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলন শুরু

ইসলাম, হাসান রুহানি, প্রেসিডেন্ট, ফিলিস্তিন, সূরা মরিয়ম, হজরত মরিয়ম, হজরত ঈসা, সূরা মারিয়াম, কুরআন, সূরা, মক্কা, হযরত যাকারিয়া, হযরত মারিয়াম, হযরত ইসা, হযরত ইয়াহিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসমায়িল, ইদ্রিস, মারিয়াম, এশা, রিযিক, আধ্যাতিকতা, ইমাম মাহদী, চোখের জ্যোতি, মুমিন, ইমাম সাদিক, ইমাম আলী, খোদা, তেলাওয়াত, আল্লাহ, নবী, রাসূল, হযরত মুসা, মুজিযা, রিসালাত, মু’মিন, কিয়ামত, মানুষ, জাহান্নাম, গোনাহ, গোনাহগার,
ইরানের রাজধানী তেহরানে ইসলামি আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলন আজ (মঙ্গলবার) শুরু হয়েছে। বাংলাদেশের সংসদ স্পিকার ড. শিরিন শারমিনসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।

ইসলামি আন্তঃসংসদীয় ইউনিয়নের বর্তমান সভাপতি সুদানের জাতীয় সংসদের স্পিকার আল-ফতেহ এজিদ্দিনের ভাষণের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। তিনি মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছেন, ইসলাম কোনো চরমপন্থার ধর্ম নয়। পাশাপাশি ইসলামি আন্তঃসংসদীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার ওপর জোর দেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর ২৮ জন স্পিকার এবং ৪৭টি সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মুসলিম দেশগুলোতে গণতন্ত্রের চ্যালেঞ্জ, প্রযুক্তি ও বৈজ্ঞানিক সহযোগিতা এবং ফিলিস্তিন হচ্ছে এবারের সম্মেলনের প্রধান এজেন্ডা। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এরইমধ্যে সম্মেলনের অবকাশে বাংলাদেশের সংসদ স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরিসহ কয়েকটি মুসলিম দেশের স্পিকারদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

তেহরান সম্মেলনের মধ্যদিয়ে এক বছরের জন্য ইরান এ সংস্থার সভাপতির দায়িত্ব নেবে।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন