ঐক্যবদ্ধ থাকুন যৌথ হুমকির মোকাবিলায়

ঐক্যবদ্ধ থাকুন যৌথ হুমকির মোকাবিলায়

হাসান রুহানি , জাতিসংঘ,  সূরা মরিয়ম, হজরত মরিয়ম, হজরত ঈসা, সূরা মারিয়াম, কুরআন, সূরা, মক্কা, হযরত যাকারিয়া, হযরত মারিয়াম, হযরত ইসা, হযরত ইয়াহিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসমায়িল, ইদ্রিস, মারিয়াম, এশা, রিযিক, আধ্যাতিকতা, ইমাম মাহদী, চোখের জ্যোতি, মুমিন, ইমাম সাদিক, ইমাম আলী, খোদা, তেলাওয়াত, আল্লাহ, নবী, রাসূল, হযরত মুসা, মুজিযা, রিসালাত, মু’মিন, কিয়ামত, মানুষ, জাহান্নাম, গোনাহ, গোনাহগার, আয়াত, নবুওয়াত, না
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি যৌথ হুমকির মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন। তেহরানে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইআইপিইউ) নবম সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ আহ্বান জানান ড. রুহানি।

তিনি বলেন, বিশ্বের মুসলিম দেশগুলো আজ নানামুখী চাপ ও হুমকির সম্মুখীন। এ হুমকি প্রতিহত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব গৃহিত হয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন