আমেরিকা ইরানের প্রতিরোধ শক্তির ভয়েই হামলা করছে না
আমেরিকা ইরানের প্রতিরোধ শক্তির ভয়েই হামলা করছে না
ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি
ইরানের প্রতিরোধ ক্ষমতাই আমেরিকাকে ইসলামী এই দেশটির ওপর হামলা চালানোর চিন্তা থেকে দূরে রেখেছে বলে মন্তব্য করেছেন ইরানি সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি।
তিনি গতকাল (রোববার) এই মন্তব্য করেছেন। জাজায়েরি ভৌগলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে তার দেশের কৌশলগত নানা সক্ষমতার কথা তুলে ধরে বলেছেন, আগ্রাসনের হুমকি দেয়ার দিন শেষ হয়ে গেছে; হামলা চালানো দুঃসাহস দেখালে মহান ইরানি জাতি আমেরিকাকে বিধ্বংসী জবাব দেবে।
পরমাণু বিষয়ে ইরানের সঙ্গে মার্কিন সরকারের আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও মার্কিন কর্মকর্তারা এখনও ইসলামী এই দেশটিতে হামলার হুমকির কথা মাঝে মধ্যেই উচ্চারণ করছেন।
আর ইরানের নেতৃবৃন্দ এইসব হুমকিকে নিছক প্রচারণা বা বাগাড়ম্বর হিসেবে উল্লেখ করে আসছেন।
ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর সাম্প্রতিক শোভাযাত্রায় কোটি কোটি ইরানির অংশগ্রহণ ও আগের মতই ‘আমেরিকা ধ্বংস হোক’ শীর্ষক শ্লোগান দেয়া অব্যাহত থাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসলাম ও ইরানের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউজের প্রতি অবিশ্বাস বজায় রাখা হবে বলে ইরানি নেতৃবৃন্দের অঙ্গীকার- এসবই ওয়াশিংটন-তেহরান সম্পর্কের অস্বাভাবিক উত্তেজনা বজায় থাকার বিষয়টি আবারও স্পষ্ট করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন