প্রেসিডেন্ট মাদুরো ৩ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করলেন

প্রেসিডেন্ট মাদুরো ৩ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করলেন

মাদুরো, ভেনিজুয়েলা,  ভিসা , সূরা মরিয়ম, হজরত মরিয়ম, হজরত ঈসা, সূরা মারিয়াম, কুরআন, সূরা, মক্কা, হযরত যাকারিয়া, হযরত মারিয়াম, হযরত ইসা, হযরত ইয়াহিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসমায়িল, ইদ্রিস, মারিয়াম, এশা, রিযিক, আধ্যাতিকতা, ইমাম মাহদী, চোখের জ্যোতি, মুমিন, ইমাম সাদিক, ইমাম আলী, খোদা, তেলাওয়াত, আল্লাহ, নবী, রাসূল, হযরত মুসা, মুজিযা, রিসালাত, মু’মিন, কিয়ামত, মানুষ, জাহান্নাম, গোনাহ, গোনাহগার, আয়াত, নবুওয়াত,
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করার অভিযোগে তিন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওই তিন কূটনীতিক ভেনিজুয়েলার বিরোধী রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে তার দেশকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিল।

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বেশ কিছু বিক্ষোভ মিছিল হওয়ার পর প্রেসিডেন্ট মাদুরো এ নির্দেশ দিলেন। বহিষ্কারের আদেশ পাওয়া তিন কনস্যুলার কর্মকর্তার নাম ঘোষিত না হলেও মাদুরো বলেছেন, তারা বিক্ষোভকারী ছাত্রনেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন।

তিনি বলেন, গত দু’মাস ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাত করেছেন ওই মার্কিন কূটনীতিকরা। তার মতে, এসব কনস্যুলারের কাজ ভিসা ইস্যু করা; ছাত্রনেতাদের সঙ্গে সাক্ষাত করা নয়। ভেনিজুয়েলার অখণ্ডতা ও সার্বভৌমত্বকে হুমকিগ্রস্ত করার কোনো প্রচেষ্টা বরদাশ্‌ত করা হবে না বলেও সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।

এদিকে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোলদো লোপেজ তার সমর্থকদের সরকার বিরোধী বিক্ষোভ জোরদার করা আহ্বান জানিয়েছেন। নাশকতামূলক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে লোপেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে। লোপেজ অবশ্য তার বিরুদ্ধে জারি করা ওই পরোয়ানার তীব্র সমালোচনা করে বলেছেন, এটি সরকারের নিপীড়নমূলক আচরণের উদাহরণ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন