সিরিয়ায় ৮৫জন বিদেশি গুপ্তচর ও সেনা আটক

সিরিয়ায় ৮৫জন বিদেশি গুপ্তচর ও সেনা আটক

সিরিয়া, গুপ্তচর, সৌদি আরব , ব্রিটিশ, কাতার, তুরস্ক, সূরা মরিয়ম, হজরত মরিয়ম, হজরত ঈসা, সূরা মারিয়াম, কুরআন, সূরা, মক্কা, হযরত যাকারিয়া, হযরত মারিয়াম, হযরত ইসা, হযরত ইয়াহিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসমায়িল, ইদ্রিস, মারিয়াম, এশা, রিযিক, আধ্যাতিকতা, ইমাম মাহদী, চোখের জ্যোতি, মুমিন, ইমাম সাদিক, ইমাম আলী, খোদা, তেলাওয়াত, আল্লাহ, নবী, রাসূল, হযরত মুসা, মুজিযা, রিসালাত, মু’মিন, কিয়ামত, মানুষ, জাহান্নাম, গোনাহ,
সিরিয়ায় বিভিন্ন দেশের অন্তত ৮৫ জন গোয়েন্দা কর্মকর্তা ও সেনাকে আটক করা হয়েছে। তবে, এর মধ্যে বেশিরভাগই সৌদি আরবের গোয়েন্দা সংস্থার লোকজন।

ফিলিস্তিনের সাপ্তাহিক আল-মানার এ খবর দিয়েছে। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানের সময় এসব বিদেশি গুপ্তচর ও সেনা ধরা পড়ে। তাদের সবাইকে সিরিয়ার কারাগারে রাখা হয়েছে।

সূত্র জানায়, ধরা পড়াদের মধ্যে রয়েছেন সৌদি আরবের উঁচু পর্যায়ের সাতজন সেনা কর্মকর্তা। এছাড়া, কাতারের ১৪ জন কর্মকর্তা এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার নয়জন কর্মকর্তা রয়েছেন।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে সৌদি আরব তার সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদেরকে মুক্ত করার চেষ্টা করছে তবে এ পর্যন্ত তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদেরকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ দিয়ে আসছে সৌদি আরব। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে- বিদেশি মদদপুষ্ট প্রায় এক লাখ বিদ্রোহী সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদও বহুবার বলেছেন, এসব বিদ্রোহীকে সব ধরনের সহায়তা দিচ্ছে প্রতিবেশি তুরস্ক, সৌদি আরব ও কাতার।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন