খলিফা হযরত ওসমানের হত্যার কারণ
খলিফা হযরত ওসমানের হত্যার কারণ
হযরত ওসমানের হত্যার কারণ হিসেবে যা যৌক্তিক মনে করা হয় তা হলো-কো’রানে ‘মুনাফিক বলে ঘোষিত’ অলিদ ইবনে উকবাহকে বায়তুল মাল থেকে ওসমান এক লাখ দিনার প্রদান করেন, নিজ কন্যা উম্মে আবানকে মারওয়ানের সঙ্গে বিয়ে দিয়ে তাকে বায়তুল মাল থেকে এক লাখ দিনার প্রদান করেন।
আম্মার বলেন, ‘‘ওসমান জনসাধারণের স্বার্থ উপেক্ষাকরে রাসুল কর্তৃক নিষিদ্ধ গোত্র-স্বার্থ ও স্বজনপ্রাতি করছে’’। এতে ওমর আম্মারকে পিটিয়ে চ্যাপ্টা করতে বললে, উমাইয়ার কয়েকজন লোক আম্মারকে প্রহার করে। এমনকি ওমর নিজে জুতা পরিহিত অবস্থায় আম্মারের মুখে পদাঘাত করে। ফলে আম্মার অজ্ঞান হয়ে পড়ে। নবীপত্নী উম্মে সালামার সেবাযত্নে ৩-দিন পর আম্মারের জ্ঞান ফেরে ।
আয়েশা কর্তৃক একবার মৃত নবীর জুতা ও কামিজ বের করলে ওসমান ও আয়েশার মধ্যে উচ্চবাচ্য ও কথাকাটাকাটির এক পর্যায়ে আয়েশা বলেন, ‘‘এ নাছালকে হত্যা করা যায়েজ’’- নাছাল মানে ছিল ‘লম্বা দাড়িওয়ালা ইহুদী’ ।
ওসমানের সৎ ভ্রাতার অত্যাচারের অভিযোগ জানাতে মিসরবাসীরা মদিনা আগমন করলে, খোৎবায় ওসমান তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করলে, বিরোধীপক্ষের পাথর নিক্ষেপে খলিফা মিম্বার থেকে পড়ে যান। মারওয়ানের নানাবিধ কুটবুদ্ধি ও কর্মকান্ডে ঘটনা উত্তপ্ত হলে, বহিরাগত ও মদীনার কিছু লোক খলিফার ঘর অবরোধ করে। সাহাবা নিয়ার ইবনে ইয়াদ ওসমানকে বলেন, ‘‘আল্লাহর দোহাই, খিলাফত ছেড়ে মুসলমানদের রক্তপাত হতে রক্ষা করুন’’। কিন্তু ১-টি তীরে হঠাৎ সাহাবা নিয়ার নিহত হলে, অবরোধকারীরা ওসমানের দরজায় আগুন দেয়। ওসমানের প্রতিবেশী আমর ইবনে হাজম নিজের দরজা খুলে দিলে, ঐ ঘরের ভেতর দিয়ে অবরোধকারীরা ওসমানের ঘরের ছাদে উঠে যায় ও তলোয়ার হাতে ঘরে প্রবেশ করে ওসমান ও তার সঙ্গীদের সকলকে হত্যা করে ।
নতুন কমেন্ট যুক্ত করুন