ব্রিটেনে দৈনিক গড়ে ২শ’ জনকে বলাৎকার

ব্রিটেনে দৈনিক গড়ে ২শ’ জনকে বলাৎকার

বলাৎকার, যৌন,,  ব্রিটিশ , যৌন হয়রানি, ধর্ষণ, শিয়া. সুন্নী, ইসলাম, আহলে সুন্নাত, কাফের, মুশরিক, মুনাফিক, ইরান, তালেবান, মুজাহিদ, তাকফিরি, সৌদি আরব, আমেরিকা, ইসরাইল, ওবামা, নারী, ধর্ষণ, shia, sunni, ahle bait, islam, পরমাণু, ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তুর্কি, পরমাণু, থাইল্যান্ড, মোহাম্মাদ, হোসেইন,
ব্রিটেনের পুরুষরাও নিরাপদে নেই। সেদেশে দৈনিক গড়ে প্রায় দুইশ’ পুরুষ বলাৎকার ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। ব্রিটিশ সরকারের এ সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ব্রিটেনে প্রতিবছর ৭২ হাজার পুরুষ বলাত্কার ও যৌন হয়রানির শিকার হয় এবং প্রতি দশটি ধর্ষণের ঘটনার মধ্যে একটি ঘটে পুরুষের বিরুদ্ধে। সেখানে বলা হয়েছে, ২০১৩ সালে পুলিশের সংরক্ষিত তথ্য অনুযায়ী ১৩ বছর বয়সী ছেলে শিশুদের মধ্যে দুই হাজার ১৬৪ জন বলাত্কার ও যৌন হয়রানির শিকার হয়েছে।

পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে, ব্রিটিশ সরকার এই প্রথমবারের মতো এ ধরনের ঘটনার শিকার পুরুষদের সহযোগিতায় অর্থ বরাদ্দেরে সিদ্ধান্ত নিয়েছে। বলাৎকারের শিকার ছেলে শিশুদের উপদেশ ও পরামর্শ দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতে নতুন অর্থবছরে পাঁচ লাখ পাউন্ড বরাদ্দ রাখা হচ্ছে।

ব্রিটেনে ধর্ষণসহ যৌন নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে। তবে পুরুষরাও যে এত ব্যাপকভাবে বলাৎকারের শিকার তা অনেকেরই জানা ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র ও সমাজ ধর্ম থেকে যত দূরে সরে যাবে এ ধরনের ঘটনা ততই বাড়বে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন