তুর্কি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান

তুর্কি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান

শিয়া. সুন্নী, ইসলাম, আহলে সুন্নাত, কাফের, মুশরিক, মুনাফিক, ইরান, তালেবান, মুজাহিদ, তাকফিরি, সৌদি আরব, আমেরিকা, ইসরাইল, ওবামা, নারী, ধর্ষণ, shia, sunni, ahle bait, islam, পরমাণু, ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তুর্কি, পরমাণু, থাইল্যান্ড, মোহাম্মাদ, হোসেইন,
ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি সমুদ্র-বন্দর (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাজারে বিনিয়োগ করতে চান তুরস্কের ব্যবসায়ীরা। গত ২৪ নভেম্বর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে অন্তর্বর্তী চুক্তি হওয়ার পর তারা নতুন করে বিনিয়োগে উতসাহী হয়ে উঠেছেন।

এ প্রসঙ্গে তুর্কি-ইরান ব্যবসায়িক পরিষদের ভাইস প্রেসিডেন্ট বিলজিন আইগুল বলেছেন, পরমাণু চুক্তির পর ইরানের বাজারে ঢোকার পথ খুলে গেছে; এখন যারা আগে আসতে পারবে তারাই সেখানে নেতৃত্ব দেবে। তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের সম্প্রতিক ইরান সফরকেও তিনি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন। ২৮ জানুয়ারির ওই সফরে এরদোগান বিশাল বাণিজ্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।

এদিকে, ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য থাইল্যান্ডের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল আগামী ১৬ ফেব্রুয়ারি তেহরান সফরে আসবে। তিনদিনের এ সফরে বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়নের কেন্দ্রের মহাপরিচালক।

ইরানের আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মোহাম্মাদ হোসেইন বারখোরদার বলেন, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও গাড়ির যন্ত্রাংশের জন্য তেহরান থাইল্যান্ডের ওপর নির্ভর করতে পারে; আবার ইরান থেকে থাইল্যান্ড ইস্পাতসহ নানা ধরনের খনিজদ্রব্য আমদানি করতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন