সৌদি আরব সিরিয় বিদ্রোহীদের আরো অস্ত্র দিচ্ছে
সৌদি আরব সিরিয় বিদ্রোহীদের আরো অস্ত্র দিচ্ছে
এভাবেই অস্ত্রের চালান পৌঁছে যায় বিদ্রোহীদের কাছে
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের আরো অত্যাধুনিক অস্ত্রসস্ত্র সরবরাহ করছে সৌদি আরব। পশ্চিমা ও আরব কূটনৈতিক সূত্রের পাশাপাশি বিদ্রোহীদের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল আজ (শনিবার) এ খবর দিয়েছে।
দৈনিকটি জানিয়েছে, সৌদি আরব সিরিয় বিদ্রোহীদেরকে চীনে তৈরি বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ায় তৈরি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। একজন পশ্চিমা কূটনীতিক ওই জার্নালকে বলেছেন, এসব অত্যাধুনিক সমরাস্ত্র অচিরেই বিদ্রোহীদের হাতে পৌঁছে যাবে। এতদিন সিরিয়ার বিদ্রোহীদেরকে সৌদি আরব যেসব অস্ত্র সরবরাহ করেছে তা ছিল ইসরাইল, ইউক্রেন ও বুলগেরিয়ায় তৈরি।
পাশ্চাত্যের পাশাপাশি কিছু আরব দেশ গত প্রায় তিন বছর ধরে সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তবে এসব অস্ত্রের সব খরচ বহন করছে সৌদি আরব। এ ছাড়া, মার্কিন সরকার কয়েকবার বিদ্রোহীদের কাছে অর্থের চালান পাঠিয়েছে। বিদ্রোহী কমান্ডাররা জানিয়েছেন, সম্প্রতি তাদের হাতে কয়েক মিলিয়ন ডলারের একটি চালান পৌঁছেছে।
এদিকে সিরিয়ার সেনাবাহিনী ৮০ জন বিদেশি সেনা ও গোয়েন্দা কর্মকর্তাকে আটক করেছে। এদের মধ্যে সৌদি আরবের সাতজন, কাতারের ১৪ জন এবং তুরস্কের নয়জন পদস্থ নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসী হামলা তদারকির কাজ করতে যাচ্ছিলেন এসব কর্মকর্তা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন