পরমাণু আলোচনায় প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো কথা হবে না: তেহরান
পরমাণু আলোচনায় প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো কথা হবে না: তেহরান
আসাফারি - ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইরানের প্রতিরক্ষা শক্তি নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না বলে ঘোষণা করেছে তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মোহাম্মাদ হাসান আসাফারি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো কথা হবে না।
তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু ইস্যুতে আলোচনার যে প্রস্তাব হোয়াইট হাউজ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। ইরানের পরমাণু আলোচনায় শীর্ষ মার্কিন আলোচক ও দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে দাবি করেন, ইরানের সঙ্গে চূড়ান্ত আলোচনায় দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হবে।
তার এ দাবির জবাবে আসাফারি বলেন, তাদের জানা উচিত জেনেভা চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থান পায়নি এবং এটি নিয়ে আলোচনা হওয়ারও কোনো কথা নেই। কাজেই ছয় জাতিগোষ্ঠী এ ধরনের কোনো দাবি তুলতে পারে না। ইরানের এ সিনিয়র সংসদ সদস্য বলেন, প্রতিটি স্বাধীন দেশের মতো আত্মরক্ষার স্বার্থে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সমৃদ্ধ করার অধিকার তেহরানের রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন