ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চূড়ান্ত হচ্ছে নতুন পরমাণু স্থাপনা চুক্তি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চূড়ান্ত হচ্ছে নতুন পরমাণু স্থাপনা চুক্তি
ইরানরে বুশেহর পরমাণু স্থাপনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে নতুন পরমাণু স্থাপনা নির্মাণের বিষয়ে চুক্তি চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোজঅ্যাটমের উপ প্রধান নিকোলাই স্প্যাসকি। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহর পরমাণু বিদ্যুৎ স্থাপনার সঙ্গে নতুন এ স্থাপনা নির্মাণ করা হবে।
রাশিয়ার রাজধানী মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সানায়ির সঙ্গে এক বৈঠকে এ আশা প্রকাশ করেন নিকোলাই স্প্যাসকি। তিনি বলেন, ইরান ও রাশিয়া দু’দেশের সরকার ও জনগণের কাছেই বুশেহর পরমাণু বিদ্যুৎ স্থাপনার অনেক বেশি গুরুত্ব রয়েছে।
রুশ কর্মকর্তা ইরানের পরমাণু কর্মসূচির প্রতি তার দেশের সমর্থনের নিশ্চয়তা দিয়ে বলেন, বুশেহর হচ্ছে তেহরান ও মস্কোর মধ্যকার পরমাণু সহযোগিতার ক্ষেত্রে সফলতার একটা উদাহরণ।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন,প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ভ্লাদিমির পুতিন তেহরান-মস্কো সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিশেষ করে শান্তিপূর্ণ পরমাণু খাতে সম্পর্ক গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন