একশত কোটি ডলারের অস্ত্র কিনছে সৌদি

একশত কোটি ডলারের অস্ত্র কিনছে সৌদি

সৌদি আরব , অস্ত্র, ডাইনামিক্স , শিয়া. সুন্নী, ইসলাম, আহলে সুন্নাত, কাফের, মুশরিক, মুনাফিক, ইরান, তালেবান, মুজাহিদ, তাকফিরি, সৌদি আরব, আমেরিকা, ইসরাইল, ওবামা, নারী, ধর্ষণ, shia, sunni, ahle bait, islam,
সৌদি আরব আরো ১,০০০ কোটি ডলারের অস্ত্র কিনতে যাচ্ছে। মার্কিন কোম্পানির কানাডা শাখা থেকে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য ১৪ বছর মেয়াদি চুক্তি হয়েছে।

জেনারেল ডাইনামিক্স নামে এ কোম্পানি গতকাল (শুক্রবার) ১৪ বছরের চুক্তি হওয়ার কথা নিশ্চিত করেছে। কোম্পানির কাছ থকে সৌদি আরব যেসব সামরিক সরঞ্জাম কিনবে তার মধ্যে সামরিক যান ও ট্রেনিং অ্যান্ট সাপোর্ট সার্ভিস থাকবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী এড ফ্যাস্ট এক বিবৃতিতে সৌদি আরবের সঙ্গে এ চুক্তির কথা স্বীকার করেছেন। তবে, অন্য একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, প্রকৃতপক্ষে ১,৩০০ কোটি ডলারের চুক্তি হয়েছে।

এড ফ্যাস্ট এ চুক্তিকে তার দেশের জন্য ‘যুগান্তকারী সফলতা’ উল্লেখ করে বলেছেন, এর ফলে দেশের অন্তত ৫০০ কোম্পানিকে শক্তিশালী করা যাবে এবং ৩,০০০’র বেশি মানুষের কর্মকসংস্থান টিকে যাবে।

অন্যদিকে, জেনারেল ডাইনামিক্সের ভাইস প্রেসিডেন্ট ড্যানি ডিপ এ চুক্তিকে ‘অলিম্পিক বিজয়’ বলে উল্লেখ করেছেন। তিনি কোনো রাখঢাক না করেই বলেছেন, এ চুক্তির মধ্যদিয়ে তার কোম্পানির আন্তর্জাতিক সক্ষমতা প্রমাণ হয়েছে এবং এখন তারা দেশে ‘সোনা আনবেন’।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন