মিশরের ইখওয়ান সামরিক শাখা গঠন করেছে

মিশরের ইখওয়ান সামরিক শাখা গঠন করেছে

ইখওয়ানুল মুসলিমিন , নিরাপত্তা বাহিনী, পুলিশ, মুহাম্মদ মুরসি, তেহরান
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ
মিশরের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন সামরিক শাখা গঠন করেছে বলে অভিযোগ করেছে দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। কায়রো দাবি করছে, সেদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর জন্য একটি সশস্ত্র বাহিনী গঠন করেছে ইখওয়ান।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, দেশের দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশে একটি সশস্ত্র ইউনিটের সন্ধান পাওয়া গেছে এবং তারা নিজেদেরকে ইখওয়ানের শাখা বলে জানিয়েছে। ওই মন্ত্রণালয় ইউনিটটির ১২ ব্যক্তির নাম ঘোষণা করে বলেছে, তারা গতমাসে পাঁচ পুলিশকে হত্যা করা ছাড়াও এ ধরনের আরো হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির রাজনৈতিক দল ইখওয়ানের বিরুদ্ধে আরো বড়সড় দমন অভিযান চালানোর জন্য সরকার রোববারের এ অভিযোগ তুলেছে বলে মনে করা হচ্ছে।

মিশরের জনগণ ২০১২ সালে বিপ্লব পরবর্তী দেশ পরিচালনার দায়িত্ব যে রাজনৈতিক দলকে দিয়েছিল সেই দলটিকে সম্প্রতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত ২৫ ডিসেম্বরের এক সরকারি নির্দেশে ইখওয়ানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবেও অভিহিত করে। কোনো ধরনের তদন্ত বা দলিল-প্রমাণ ছাড়াই একটি শক্তিশালী বোমা হামলার জন্য ইখওয়ানকে দায়ী করে এটির বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয় কায়রো।

ইখওয়ানুল মুসলিমিন বরাবরই যেকোনো সন্ত্রাসী হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা অবৈধভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে পুনর্বহালের দাবি জানিয়ে বলেছে, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে। ইখওয়ান বলেছে, সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার বিক্ষোভকারীদের ওপর দমন অভিযানকে বৈধতা দেয়ার জন্য নিজেরাই সন্ত্রাসী হামলা পরিচালনা করছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন