নেপাল অবশেষে নির্বাচিত প্রধানমন্ত্রী পেল
নেপাল অবশেষে নির্বাচিত প্রধানমন্ত্রী পেল
সুশীল কৈরালা
নেপালের সংসদ সদস্যরা অবশেষে প্রায় দুই বছর পর দেশটির জন্য একজন প্রধানমন্ত্রী নির্বাচন করতে পেরেছেন। (রোববার) তারা ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ সুশীল কৈরালাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
নেপালের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সহজে জিতে যান চিরকুমার কৈরালা। গত নভেম্বরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে নেপালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি ছিল সেদেশের দ্বিতীয় জাতীয় নির্বাচন।
নেপালের বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস নিয়ন্ত্রণকারী কৈরালা পরিবারের সদস্য সুশীল কৈরালা ৫৫৩ আসনবিশিষ্ট পার্লামেন্টে ৪০৫ ভোট পান। তিনি কৈরালা পরিবারের চতুর্থ সদস্য যিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এর আগে গতকাল (রোববার) তিনি মার্কসবাদী-লেনিনবাদী পার্টি (ইউএমএল)’র সমর্থন লাভ করেন। ভারতে একবার বিমান ছিনতাইয়ের ঘটনায় কারাবরণকারী এ নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংসদকে বলেছেন, তার নেতৃত্বাধীন নয়া সরকার এক বছরের মধ্যে সংবিধান প্রণয়নের কাজ শেষ করবে। একইসঙ্গে এ কাজে তিনি ভারত ও চীনসহ প্রতিবেশী সব দেশের কাছে সাহায্য চান।
নেপালে ২০০৮ সালে গৃহযুদ্ধ পরবর্তী প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর থেকে এ পর্যন্ত পাঁচজন প্রধানমন্ত্রী অল্প অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। তবে গত বেশ কিছুদিন ধরে নেপালে কোনো প্রধানমন্ত্রী ছিল না। নয়া সংবিধানের ব্যাপারে কোনো ঐক্যমত্যে পৌঁছাতে না পেরে ২০১২ সালের মে মাসে সাবেক মাওবাদী গেরিলারা ক্ষমতা থেকে সরে দাঁড়ায় এবং তারপর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশটির দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০০৮ সালের নির্বাচনে মাওবাদীরা বিপুল ভোটে জয়ী হলেও গত নভেম্বরের নির্বাচনে তারা তৃতীয় স্থান লাভ করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন