রাশিয়ার মিগ কোম্পানি জঙ্গিবিমানের উতপাদন দ্বিগুণ করবে
রাশিয়ার মিগ কোম্পানি জঙ্গিবিমানের উতপাদন দ্বিগুণ করবে
রুশ নির্মিত মিগ জঙ্গিবিমান
আগামী ২০১৭ সালের মধ্যে জঙ্গিবিমানের উতপাদন দ্বিগুণ করবে রাশিয়ার বিমান কোম্পানি মিগ।
কোম্পানির অর্থ বিষয়ক উপ প্রধান নির্বাহী কর্মকর্তা সের্গেই মামায়েভ এ কথা জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে তার কোম্পানি বছরে ১৬টি মিগ তৈরি করে। আগামী বছরের মধ্যে এ সংখ্যা ২৪ এবং ২০১৭ সালের মধ্যে ৩০টিতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। বাজারে যে চাহিদা তাতে প্রতি বছর এ পরিমাণ বিমান বিক্রি হতে পারে বলে জানান তিনি।
সের্গেই মামায়েভ বলেন, ২০১৩ সালে রুশ মুদ্রায় ৩,০০০ কোটি রুবেলের মিগ জঙ্গিবিমান বিক্রি হয়েছে। চলতি বছর এ পরিমাণ ৩,৭০০ কোটি রুবল এবং ২০১৫ সালে ৪,০০০ কোটি রুবলে দাঁড়াবে। এছাড়া, ২০১৭ সালে পরিকল্পিতভাবে বিমান উতপাদন করা সম্ভব হলে আয় বেড়ে দাঁড়াবে ৪,২০০ কোটি রুবলে।
মিগ কোম্পানি জেট ফাইটার, মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্র্যাফট, মিগ-২৯, এবং অত্যাধুনিক মিগ-৩৫ জেট তৈরি করে। এছাড়া, বিভিন্ন রকমের প্রশিক্ষণ বিমান ও সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত হাল্কা বিমান তৈরি করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন