হিজবুল্লাহ সিরিয়ায় তাকফিরিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে

হিজবুল্লাহ সিরিয়ায় তাকফিরিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে

হিজবুল্লাহ সিরিয়ায় তাকফিরিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে

হিজবুল্লাহ, সিরিয়া, তাকফিরি, কাসেম, লেবানন, ইসরাইল,
শেখ নাঈম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় তত্‌পর বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই যাবে সংগঠনটি।

হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম আজ বলেছেন, সিরিয়ার চলমান সহিংসতার প্রভাব যাতে প্রতিবেশী লেবাননে না পড়ে সেজন্যই মূলত এ যুদ্ধে জড়িয়েছে তার সংগঠন। ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার তাকফিরি বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

নাঈম কাসেম বলেন, “আমাদের রাজনৈতিক অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা কাজ চালিয়ে যাব। যেসব জায়গায় আমরা লড়াই করছি সেসব স্থানে লড়াই চালিয়ে যাব আমরা। প্রতিরোধের মূলনীতির ভিত্তিতেই আমরা একদিকে ইসরাইলের বিরুদ্ধে লড়ছি এবং অন্যদিকে প্রতিরোধের পৃষ্ঠপোষক সিরিয়া সরকারের পক্ষে আমাদের অবস্থান।”

হিজবুল্লাহর এ কর্মকর্তা লেবাননে আল-কায়েদা গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে এ ধরনের হুমকির মোকাবিলায় দৃঢ় অবস্থান নেয়ার জন্য সংগঠনের সমর্থকদের প্রতি আহ্বান জানান।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে সহিংসতা শুরু হলেও ২০১৩ সালের মে মাসে হিজবুল্লাহ মহাসচিব প্রথমবারের মতো জানান, তার সংগঠন সিরিয়ায় তাকফিরি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলেন, পাশ্চাত্য-সমর্থিত বিদ্রোহীরা লেবাননের স্বাধীনতার পাশাপাশি প্রতিরোধ আন্দোলনকে হুমকিগ্রস্ত করে তুলছে বলে এ যুদ্ধে জড়ানো ছাড়া হিজবুল্লাহর কোনো উপায় ছিল না।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন