তালেবানদের প্রতি আফগান সরকারের আহবান: অস্ত্র ছাড়ুন

তালেবানদের প্রতি আফগান সরকারের আহবান: অস্ত্র ছাড়ুন

তালেবান, অস্ত্র ,  শাহেদ , গেরিলা, পাকিস্তান, তেহরিক, তেহরান
আফগানিস্তানের তালেবানদেরকে অস্ত্র ছেড়ে সরকারের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়ায় যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে দেশটির উচ্চ শান্তি পরিষদ।

পরিষদের মুখপাত্র শাহজাদা শাহেদ আজ (শুক্রবার) বলেছেন, তালেবান গেরিলাদের সাহস থাকা উচিত এবং আফগান সরকার ও শান্তি পরিষদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি থাকা দরকার।

শাহেদ বলেন, আফগান তালেবানদের উচিত পাকিস্তান তালেবানের কাছ থেকে শিক্ষা নেয়া। পাকিস্তানের তেহরিকে তালেবান এবং সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরুর একদিন পর আফগান শান্তি পরিষদ সে দেশের তালেবানদের প্রতি এ আহ্বান জানালো।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্প্রতি দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে হত্যা না করতে তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

১২ বছর আগে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আফগানিস্তান দখল করার পর তালেবানদের সন্ত্রাসী ও আত্মঘাতী হামলায় হাজার হাজার মানুষ মারা গেছে। এ অবস্থায় কারজাই প্রায়ই বলে থাকেন, তালেবানরা বিদেশিদের স্বার্থ রক্ষা করে চলেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন