আঙ্কারা তুর্কি বিমান ছিনতাই ও সোচিতে নেয়ার চেষ্টা ঠেকাল
আঙ্কারা তুর্কি বিমান ছিনতাই ও সোচিতে নেয়ার চেষ্টা ঠেকাল
তুরস্কের একটি এফ-সিক্সটিন জঙ্গি বিমান ইউক্রেন থেকে আসা তুরস্কের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের প্রচেষ্টা রুখে দিয়েছে।
ইউক্রেনের এক ব্যক্তি বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট সতর্ক সংকেত পাঠাতে সক্ষম হন এবং ৭৩৭ বোয়িং বিমানটিকে ইস্তাম্বুলে অবতরণ করতে বাধ্য করে তুর্কি এফ-সিক্সটিন জঙ্গি বিমান। গতকাল (শুক্রবার) এই ঘটনা ঘটে।
ইউক্রেন থেকে তুরস্কগামী পেগাসাস এয়ালাইনের ওই বিমানটি ১১০ জন যাত্রী বহন করছিল।
তুর্কি সংবাদ মাধ্যম দেশটির পরিবহন উপমন্ত্রী হাবিব সুলুকের বরাত দিয়ে জানিয়েছে, ওই ব্যক্তি একটি ডিটোনেটর হাতে রাখার ভান করে জানায় যে বিমানটিতে একটি বোমা রয়েছে এবং ককপিটে ঢোকার চেষ্টা করে। সে বিমানটিকে রাশিয়ার সোচি শহরে নিয়ে যাওয়ারও নির্দেশ দেয়। কিন্তু ছিনতাইয়ের প্রচেষ্টাকারী ওই ব্যক্তি ককপিটে ঢোকার আগেই বিমানের নিরাপত্তা কর্মীরা তাকে কাবু করে ফেলেন।
সুলুক জানান বিমানটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ছিনতাই হয় বলে আমরা নিশ্চিত হই এবং ছিনতাইয়ের নায়ক তখনও ককপিটে ঢুকতে পারেননি। আর এ অবস্থায় বিমানটির পাইলট সতর্ক সংকেত পাঠালে তুর্কি এফ-সিক্সটিন জঙ্গি বিমান ছুটে আসে।
রাশিয়ার সোচি শহরে গতকাল (শুক্রবার) শুরু হয়েছে শীতকালীন বিশ্ব অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন