ইরান নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে

ইরান নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে

ইরান নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে

ওয়াশিংটন, ইরান ,  মার্কিন,  পরমাণু , তুরস্ক, স্পেন, জার্মানি, জর্জিয়া, আফগানিস্তান
মার্কিন অর্থ মন্ত্রণালয়
ইরানের সঙ্গে ব্যবসা করার দায়ে মার্কিন সরকার প্রায় তিন ডজন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের চলমান পরমাণু আলোচনাকে বানচাল করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম তেহরানে বলেছেন, “পরমাণু আলোচনা বানচাল করার অশুভ উদ্দেশ্যে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে তখন নতুন করে আরোপিত এ নিষেধাজ্ঞা এ সংলাপের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।”

এ নিষেধাজ্ঞা যে শুধু ব্যর্থ হবে তাই নয় সেই সঙ্গে ইরানও মার্কিন সরকারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত এক ঘোষণায় বলেছে, যেসব কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা ইরানের পাশাপাশি তুরস্ক, স্পেন, জার্মানি, জর্জিয়া, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড কোহেন সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেসব দেশ ও কোম্পানি লেনদেন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার মার্কিন সরকারের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন