জর্দানে সিরিয়া অভিমুখী মার্কিন অস্ত্র পৌঁছেছে
জর্দানে সিরিয়া অভিমুখী মার্কিন অস্ত্র পৌঁছেছে
অস্ত্রবাহী মার্কিন কার্গোবিমান
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের জন্য পাঠানো মার্কিন অস্ত্র জর্দানে পৌঁছেছে। এসব অস্ত্র ও গোলা নিয়ে একটি মার্কিন কার্গো বিমান সিরিয়ার প্রতিবেশি দেশ জর্দানের বিমানবন্দরে নেমেছে।
জর্দানের গণমাধ্যম জানিয়েছে, কার্গোবিমানটি থেকে এসব অস্ত্র মাফরাক বিমানবন্দরে খালাস করা হয়। এ বিমানবন্দরটি রাজধানী আম্মান থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
জর্দানের গণমাধ্যম আরো জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে যুদ্ধ করার জন্য ১,৫০০ সন্ত্রাসীর একটি দলের প্রশিক্ষণ শেষ হয়েছে। জর্দানে প্রক্ষিণ নেয়া এসব সন্ত্রাসী শিগগিরি সিরিয়ায় ঢুকবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। সিরিয়ায় বর্তমানে প্রায় এক লাখ বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে লড়াই করছে।
গত মাসে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছিল যে, জর্দানের ভেতর দিয়ে সিরিয়ায় অস্ত্র যোগান দেয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি গোপন বিল পাস করা হয়েছে। আমেরিকা সিরিয়ার সন্ত্রাসীদের যেসব অস্ত্র দিচ্ছে তার মধ্যে ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র এবং ট্যাংক বিধ্বংসী রকেট রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন