ইরানি নারী হত্যার দায়ে ইতালিতে ভারতীয় দম্পতি আটক
ইরানি নারী হত্যার দায়ে ইতালিতে ভারতীয় দম্পতি আটক
(হতভাগ্য মাহতাব সাভোজি (ফাইল ছবি
ইতালিতে একজন ইরানি নারীকে হত্যার দায়ে এক ভারতীয় দম্পতিকে আটক করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ইতালির ভেনিস শহরের একটি ক্যানেল থেকে ২৯ বছর বয়সী ইরানি নারী মাহতাব সাভোজি’র লাশ উদ্ধার করা হয়।
ইরানি ওই পোশাক ডিজাইনারের লাশ একটি স্যুটকেসের মধ্যে ঢুকানো ছিল। আটক ভারতীয় দম্পতি ইতালির মিলান শহরের একটি অ্যাপার্টমেন্টে নিহত ইরানি নারীর সঙ্গে বসবাস করতো। আটক ভারতীয় দম্পতি গগনদ্বীপ কাউর (৩০) ও রাজেশ্বর সিং (২৯) ইতালি একটি হোটেলের কর্মচারী। ধারণা করা হচ্ছে, ভারতীয় দপ্ততির অবৈধ যৌন সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ধস্তাধস্তির এক পর্যায় মুখে বালিশচাপা দিয়ে মাহতাবকে হত্যা করা হয়। প্রাথমিক ময়না তদন্তে মাহতাবের শরীরে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং 'শ্বাসরোধ'কে হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইতালির পুলিশ জানিয়েছে, আটক ভারতীয় দপ্ততি প্রথমে মাহতাবকে হত্যা করার কথা অস্বীকার করে। কিন্তু সিসিটিভি ক্যামেরায় ভেনিসের একটি ট্রেন স্টেশনে লাশবাহী স্যুটকেসটি হাতে তাদের সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। সেই ভিডিও ফুটেজ দেখানোর পর তারা মাহতাবকে হত্যার কথা স্বীকার করে।
সিং ও কাউর ২৭ জানুয়ারির কোনো এক সময় মাহতাবকে হত্যা করে তার লাশ স্যুটকেসে করে মিলান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরবর্তী ভেনিস শহরে নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে ভেনিসের একটি ক্যানেলে স্যুটকেসটি ফেলে দেয়। পরে তারা একটি ট্যাক্সিতে করে মিলানে ফিরে যায় এবং ওই ট্যাক্সির চালককে ৫০০ ইউরো পরিশোধ করে।
সিং ও কাউরের বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি লাশ গুম করার অভিযোগ আনা হয়েছে। মিলান ও ভেনিসের পুলিশ যৌথভাবে মামলার তদন্ত চালাচ্ছে এবং মিলানের সরকারি কৌঁসুলিরা তদন্তের কাজ সমন্বয় করছেন।
সুত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন