আমেরিকায় হামলা চালাতে পারে সিরিয়ার সন্ত্রাসীরা
আমেরিকায় হামলা চালাতে পারে সিরিয়ার সন্ত্রাসীরা
সিআইএ পরিচালক জন ব্রেনান
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র পরিচালক জন ব্রেনান সতর্ক করে বলেছেন, আমেরিকার বহু নাগরিক সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তারা যেকোনো সময় আমেরিকার ভেতরে সন্ত্রাসী হামলা চালাতে পারে। তিনি জানিয়েছেন, এসব মার্কিন নাগরিক আল-কায়েদার সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধ করছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে।
গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় তিনি এ তথ্য জানান। জন ব্রেনান আরো বলেন, সিরিয়া এবং ইরাকে দিন দিন গেরিলা গ্রুপ বেড়েই চলেছে এবং তারা মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিভিন্ন দেশে হামলা চালাতে পারে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সিরিয়ার আল-কায়েদা গোষ্ঠী বিভিন্ন ক্যাম্পে বিদেশি গেরিলাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়াকে প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আল-কায়েদা গোষ্ঠী পশ্চিমা দেশগুলোতে হামলা চালাবে বলেও শংকা প্রকাশ করেন জন ব্রেনান।
শুনানিতে জন ব্রেনান বলেন, সিরিয়া পরিস্থিতি এখন আমেরিকার জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিদ্রোহীদের মধ্যে নানা রকম গ্রুপ হওয়াতে সিরিয়ার প্রতিবেশি দেশগুলোও চ্যালেঞ্জের মুখে পড়বে; সেইসঙ্গে বাড়ছে সন্ত্রাসবাদের ফ্রন্ট।
একই শুনানিতে আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, সিরিয়ায় ৭,৫০০ বা তার কিছু বেশি বিদেশি গেরিলা যুদ্ধ করছে। ৫০টি দেশ থেকে এসব সন্ত্রাসী সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন