ভারত কাশ্মিরের জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেবে: নওয়াজ
ভারত কাশ্মিরের জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেবে: নওয়াজ
আযাদ কাশ্মির প্রাদেশিক পরিষদে ভাষণ দিচ্ছেন নওয়াজ শরীফ
গোলযোগপূর্ণ কাশ্মির সমস্যার সমাধান করতে প্রতিবেশি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাশ্মির সমস্যার সমাধানে ভারতের নেতৃত্বকে সর্বাত্মক আন্তরিক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
কশ্মির সংহতি দিবস উপলক্ষে আযাদ কাশ্মির প্রাদশিক পরিষদে দেয়া ভাষণে নওয়াজ শরীফ এ আহ্বান জানান। এ সময় তিনি আশা করেন, তার আমন্ত্রণে ভারত ইতিবাচকভাবে সাড়া দেবে।
নওয়াজ বলেন, “আমরা বিশ্বাস করি ভারত কাশ্মিরের জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেবে।”
তিনি আরো বলেন, প্রতিটা দিনেই কাশ্মির ও পাকিস্তানের জনগণের মধ্যে আধ্যাত্মিক ও আত্মিক সংযোগ বেড়েই চলেছে। এ ইস্যুটিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না এবং অবশ্যই কাশ্মিরের জনগণের ইচ্ছারে প্রতি সম্মান দেখাতে হবে।
পাক প্রধানমন্ত্রী তার ভাষণে সুস্পষ্ট করেই বলেছেন, কাশ্মিরের জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত তাদের প্রতি তার দেশের সমর্থন অব্যাহত থাকবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন