পাক-তালেবান শান্তি আলোচনা

পাক-তালেবান শান্তি আলোচনা

তালেবান, তেহরিকে তালেবান , ইসলামাবাদ, নওয়াজ শরীফ , তেহরান
তালেবানের তিন শান্তি আলোচক; মাঝে মাওলানা সামিউল হক
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এবং নওয়াজ শরীফের সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরুর আগেই স্থগিত হয়ে গেছে।

তালেবানদের পক্ষের প্রধান আলোচক মাওলানা সামিউল হক অভিযোগ করেছেন, সরকারি প্রতিনিধিরা শান্তি আলোচনার বিষয়ে আন্তরিকতা দেখা ব্যর্থ হয়েছেন এবং সরকারপক্ষ আজকের নির্ধারিত বৈঠকে উপস্থিত হতে অস্বীকার করেছেন। তার এ অভিযোগের পর শান্তি আলোচনার সফলতা নিয়ে শুরু থেকেই সন্দেহ দেখা দিল।

আজকের বৈঠক পাকিস্তান সময় দুপুর ২টায় রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, তালেবানদের আলোচক কমিটিতে পাঁচ সদস্যের জায়গা কেন তিন সদস্য -এ নিয়ে প্রশ্ন তুলে সরকারি প্রতিনিধিদল আলোচনা আজকের মতো স্থগিত করার কথা বলে। সরকারি প্রতিনিধিদলের পক্ষে ইরফান সিদ্দিকি বলেন, তালেবানের প্রতিনিধিদলে এ পরিবর্তনের ফলে এখনো কিছু সংশয় রয়ে গেছে। আজকের বৈঠক থেকে মূলত পুরো শান্তি আলোচনার রোডম্যাপ ঠিক করার কথা ছিল।

সরকারি প্রতিনিধিদলে এ সিদ্ধান্ত ঘোষণার পর তালেবানদের পক্ষে মাওলানা সামিউল হক বলেন, সরকার পক্ষের এ অবস্থানে তিনি হতাশ হয়েছেন। শান্তি আলোচনা বানচাল করার জন্য তিনি সরকারের ওপর মার্কিন চাপের কথাও তুলে ধরেন। তিনি আশংকা করেন, যেকোনো সময় তালেবান অধ্যুষিত এলাকায় সেনা অভিযান শুরু হতে পারে। তবে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগেই বলেছেন, প্রস্তাবিত শান্তি আলোচনার বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে কোনো চাপ নেই।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন