ইরান আগের অবস্থায় ফিরে যদি পরমাণু চুক্তি লঙ্ঘিত হয়
ইরান আগের অবস্থায় ফিরে যদি পরমাণু চুক্তি লঙ্ঘিত হয়
আলী আকবর সালেহি
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ছয় জাতিগোষ্ঠী দেশটির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি লঙ্ঘন করলে জেনেভা সমঝোতা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে তেহরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নিজের পরমাণু কর্মসূচিতে আগের অবস্থায় ফিরে যেতে তেহরানের মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি বলেন, “আমরা কোনো কিছুই হারাবো না। আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আমরা আমাদের শান্তিপূর্ণ পরমাণু তত্পরতা অব্যাহত রাখবো।”
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত নভেম্বরে একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি সই করে তেহরান। ছয়মাসের এ অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা ২০ থেকে পাঁচ-এ নামিয়ে এনেছে এবং এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছে পাশ্চাত্য। গত ২০ জানুয়ারি ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়।
জেনেভায় স্বাক্ষরিত এ পরমাণু চুক্তিতে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না পাশ্চাত্য। কিন্তু আমেরিকার কোনো কোনো কর্মকর্তা ওই চুক্তি লঙ্ঘন করে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় আলী আকবর সালেহি বললেন, আগের অবস্থায় অর্থাৎ শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অবস্থায় ফিরে যেতে তেহরানের কয়েক ঘন্টা সময় লাগবে মাত্র।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন, জেনেভা চুক্তি ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য পাশ্চাত্যের সামনে নয়া সুযোগ এনে দিয়েছে।
ছয় মাসের অন্তর্বর্তী চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার আলোচনা আগামী ১৮ ফেব্রুয়ারি ভিয়েনায় শুরু হওয়ার কথা রয়েছে। এ সম্পর্কে সালেহি বলেন, আসন্ন আলোচনায় সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে পাশ্চাত্যকে। এটি তাদের জন্য একটি সুযোগ। তাদের মধ্যে সদিচ্ছার অভাব থাকলে ইরান তার স্বাভাবিক পথে ফিরে যাবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন