এশিয়ার হিটলার: শিনজো অ্যাবে
এশিয়ার হিটলার: শিনজো অ্যাবে
যুদ্ধংদেহী মনোভাবের জন্য সমালোচিত শিনজো অ্যাবে
জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে’কে ‘এশিয়ার হিটলার’ বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলে আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত হতে চায় টোকিও। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র সম্পাদকীয়তে আজ এ মন্তব্য করা হয়েছে।
জাপানি প্রধানমন্ত্রী অ্যাবে গতমাসে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধান সংশোধন করতে চান তিনি। ওই বিশ্বযুদ্ধে পরাজিত অন্যতম শক্তি জাপানের সংবিধানে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী শুধুমাত্র ‘আত্মরক্ষা’র কাজ করবে। কিন্তু ‘কট্টর জাতীয়তাবাদী’ নেতা হিসেবে পরিচিতি অ্যাবে তার দেশের সেনাবাহিনীকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চান। তিনি বলেছেন, ২০২০ সাল নাগাদ সংবিধানে আমূল পরিবর্তন আনা হবে।
জাপানের এ ‘আগ্রাসী নীতি’তে সংশয় প্রকাশ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে নিপীড়নের শিকার উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং চীন। কিন্তু উত্তর কোরিয়া ছাড়া বাকি দু’টি দেশ প্রকাশ্যে এত কঠোর প্রতিক্রিয়া জানায়নি।
‘এশিয়ায় কি একজন হিটলারের উত্থান হতে যাচ্ছে?’- শিরোনামে কেসিএনএ’তে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরার মাধ্যমে আসলে জাপান চায় নিজের আগ্রাসী সামরিক পরিকল্পনাকে বৈধতা দিতে।
এতে আরো বলা হয়েছে, “ফ্যাসিবাদী হিটলারের সঙ্গে অ্যাবের কোনো পার্থক্য নেই। কমিউনিস্ট দেশগুলোকে প্রতিহত করার অজুহাতে হিটলার একটি যুদ্ধ শুরু করেছিলেন। আর এখন উত্তর কোরিয়াকে প্রতিহত করার বাহানায় নিজের সামরিক শক্তির বিস্তার ঘটাতে চান অ্যাবে।”
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন