উগ্র খ্রীস্টানদের মুসলিম বিদ্বেষী দাঙ্গা: নিহত ৭৫

উগ্র খ্রীস্টানদের মুসলিম বিদ্বেষী দাঙ্গা: নিহত ৭৫

মুসলমান, পুলিশ, পুলিশ কমিশনার , মুসলিম, মুসলমান, আফ্রিকান প্রজাতন্ত্র , আফ্রিকা,
মুসলমানদের জ্বালিয়ে দেয়া বাড়ির সামনে উগ্র খ্রীস্টানরা
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিম বিদ্বেষী দাঙ্গায় অন্তত ৭৫ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ কমিশনার এলি এমবাইলাও জানিয়েছেন, রাজধানী বাঙ্গুই থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বোদা শহরে গত পাঁচদিনের দাঙ্গায় এসব মানুষ নিহত হয়েছে।

এমবাইলাও বলেন, সশস্ত্র খ্রীস্টান উগ্রবাদীরা মুসলিম অধ্যুষিত শহরটিতে হানা দিয়ে এসব মানুষকে হত্যা করা ছাড়াও মুসলমানদের অন্তত ৩০টি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আমেরিকা ও ফ্রান্সের ৭,০০০ সেনা মোতায়েন থাকা সত্ত্বেও দাঙ্গাকারীরা মুসলমানদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। কথিত বিদেশি শান্তিরক্ষীরা দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনেকে বলছেন, খ্রীস্টানদের হাতে মুসলমানরা নিহত হওয়ায় তাদেরকে রক্ষা করার গরজ দেখাচ্ছে না পশ্চিমা সেনারা।

গত ডিসেম্বরে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের খ্রীস্টান জঙ্গীরা মুসলিম সেলেকা গোত্রের মানুষের ওপর হামলা চালালে সাম্প্রতিক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ দাঙ্গায় শুধু জানুয়ারি মাসে নিহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। শরাণার্থীতে পরিণত হয়েছে প্রায় ১০ লাখ আদম হতভাগ্য ব্যক্তি। নিহত ও শরণার্থীতে পরিণত হওয়া বেশিরভাগ মানুষ মুসলমান।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন