পরমাণু ইস্যুতে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হবে

পরমাণু ইস্যুতে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হবে

পরমাণু, মোহাম্মাদ, জেনেভা, জার্মানি, তেহরান, ইরান, ইউরোপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু ইস্যুতে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হবে।

তিনি বলেছেন, গত ২৪ নভেম্বর জেনেভায় স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তিতে আগামী ছয় মাসের মধ্যে টেকনিক্যাল ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শেষ করার কথা বলা হয়েছে। তবে, তার আগেই পূর্ণাঙ্গ চুক্তি করা সম্ভব হতে পারে। জার্মানিতে কূটনীতিক, রাজনীতিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জারিফ জার্মানি সফর করছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রতি মাসে অন্তত একবার তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ছয় জাতিগোষ্ঠীর প্রধান আলোচক ক্যাথেরিন অ্যাশ্টোনের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া, নিচের স্তরের নিয়মিত বৈঠকে অব্যাহত থাকবে। তিনি জানান, ইরানের পরমাণু নিয়ে সৃষ্ট সমস্যার পূর্ণাঙ্গ সমাধান চায় ইরানের প্রশাসন ও জনগণ কিন্তু শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার তেহরানের জন্য চূড়ান্ত সীমা; এ অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

জেনেভা চুক্তি অনুসারে ইরান পরমাণু কর্মসূচিতে কিছু ছাড়, বিনিময়ে ছয় জাতিগোষ্ঠী তেহরানের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করেছে। গত ২০ জানুয়ারি থেকে জেনেভা চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন