থাইল্যান্ডে মুসলিম পরিবারের ওপর হামলা

থাইল্যান্ডে মুসলিম পরিবারের ওপর হামলা

থাইল্যান্ড, জানাযার নামাজ , মুসলমান, সেনাবাহিনী, কর্নেল, মুসলিম, তেহরান
এক মৃত ব্যক্তির জানাযার নামাজ পড়ছেন থাই মুসলমানরা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র ব্যক্তিদের হামলায় পাঁচ সদস্যের একটি মুসলিম পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। সশস্ত্র ব্যক্তিরা ওই পরিবারের তিন ভাইকে হত্যা ও তাদের গর্ভবতী মা’কে আহত করেছে।

নারাথিওয়াথ প্রদেশের সহিংসতা কবলিত বাচু এলাকার ওই মুসলিম পরিবারের সদস্যরা যখন মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন তখন তাদের ওপর কাপুরুষোচিত হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা।

তিন, পাঁচ ও নয় বছরের তিন ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায়। বন্দুকধারীদের হামলায় তাদের বাবাও আহত হয়েছেন।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে উগ্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল রেভ্যুলুশনারি ফ্রন্ট এর আগে ওই এলাকায় এ ধরনের হামলা চালিয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মোতায়েন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল প্রমোট প্রমিন জানিয়েছেন, “আমরা এ ব্যাপারে পুলিশি তদন্তের ফলাফলের অপেক্ষা করছি। তবে যারাই এ হামলা করুক তারা একটি জঘন্য কাজ করেছে।”

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হচ্ছে নারাথিওয়াথ। একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে, ২০১৪ সালের শুরু থেকে এ পর্যন্ত সহিংসতায় এ প্রদেশে প্রায় ৪০ ব্যক্তি নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন