ব্রিটিশ জুয়াচুরি

ব্রিটিশ জুয়াচুরি

ব্রিটিশ, ইরান, ইসলামি প্রজাতন্ত্র , ব্রিটেন, কোটি, ট্যাংক, তেহরান
৩৫ বছর আগের চুক্তি অনুযায়ী চিফটেইন ব্যাটল ট্যাংক হস্তান্তর না করায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সাবেক স্বৈরশাসক শাহের আমলে এ চুক্তি হয়েছিল।

চুক্তি অনুযায়ী শাহ প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেছিলেন কিন্তু ব্রিটেন ১,৭৫০টি ট্যাংক এবং মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ হস্তান্তর করেনি। এ নিয়ে ব্রিটিশ পত্রিকা ডেইলি ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে, তেহরান এ ইস্যুতে ব্রিটিশ হাইকোর্টে ৬৫ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ব্রিটেন এসব ট্যাংক হস্তান্তর স্থগিত করে দেয়। এ নিয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্সে এক নালিশ শুনানিতে প্রতিষ্ঠানটি ইরানের পক্ষে অবস্থান নিয়েছিল।

এ প্রসঙ্গে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার কারণে অর্থ ফেরত দেয়া যাচ্ছে না; তবে নিষেধাজ্ঞা উঠে গেলে তা ফেরত দেয়া হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্রের বরাত দিয়ে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, অর্থ ফেরত দেয়ার বিষয়ে তেহরান ও ইন্টারন্যাশনাল মিলিটারি সার্ভিস লিমিটেড-এর মধ্যে আলোচনা চলছে; তবে এখনো কোনো সমঝোতা হয়নি।
সূত্রঃ রেডিও তেহরান

 


নতুন কমেন্ট যুক্ত করুন