আমেরিকাকে বিপদে ফেলতে পারে মধ্যপ্রাচ্যে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থকে বিপদাপন্ন করে তুলতে পারে ইরান। তিনি বলেন, ইরান কোনো রকম আগ্রাসনের মুখে পড়লে শত্রুর স্বার্থে আঘাত হানবে এবং সে ক্ষমতা তার

আমেরিকাকে বিপদে ফেলতে পারে মধ্যপ্রাচ্যে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থকে বিপদাপন্ন করে তুলতে পারে ইরান। তিনি বলেন, ইরান কোনো রকম আগ্রাসনের মুখে পড়লে শত্রুর স্বার্থে আঘাত হানবে এবং সে ক্ষমতা তার আছে।

জেনারেল সালামি বলেন, “বড় শক্তিগুলো যা মনে করে ইরানের শক্তি এখন তার চেয়ে অনেক বেশি। দেশের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের প্রতিরক্ষা কৌশল ঠিক করা হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শক্তি ও জোটের বিরুদ্ধে। আমাদের প্রতিরক্ষা কৌশলের কাছে তারা অচল হয়ে যাবে।”

ইরানের এ কমান্ডার আরো বলেন, “আমেরিকার টেবিলে ইরান-বিরোধী সামরিক অপশন আছে কিনা সেটা বড় বিষয় নয় তবে এ ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে।”

তিনি প্রশ্ন রেখে বলেন, মার্কিন অর্থনীতির যে অবস্থা তাতে কি তারা একটা অনির্দিষ্টকালের এবং ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত আছে? তিনি জানান, ইরান এরইমধ্যে শত্রুর সব সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করে ফেলেছে।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন