হিলারি ইরানের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিলেন

হিলারি ইরানের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিলেন

হিলারি,  হিলারি ক্লিন্টন , জাতিসংঘ, ইরান, পরমাণু, তেহরান
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, মার্কিন কংগ্রেসের উচিত ইরানের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টাকে কাজ করতে দেয়া।

হিলারি ক্লিন্টন গত ২৬ জানুয়ারি ডেমোক্র্যাট সিনিটর কার্ল লেভিনকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান। লেভিন রোববার চিঠিটির বিষয়বস্তু প্রকাশ করেছেন। হিলারি তার চিঠিতে লিখেছেন, “শেষ পর্যন্ত চূড়ান্ত আলোচনা শুরু হতে যাচ্ছে, তারা (ইরান) একটি স্থায়ী সমাধানে যেতে চায় কি-না তা দেখার জন্য আমাদেরকে সম্ভাব্য সব কিছু করতে হবে।”

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মিউনিখ নিরাপত্তা সম্মেলনের একটি প্যানেলে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো চুক্তি হতে হবে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর জেনেভায় একটি অন্তর্বর্তী চুক্তি সই করে ইরান। গত ২০ জানুয়ারি ছয় মাসের ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার জন্য চেষ্টা করছে দু’পক্ষ।

জেনেভা চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে এবং এর বিনিময়ে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছে পাশ্চাত্য। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন এশ্টোন সম্প্রতি বলেছেন, আগামী ১৮ ফেব্রুয়ারি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন