আলেপ্পোয় বোমা হামলায় ১৫ বিদ্রোহী নিহত
আলেপ্পোয় বোমা হামলায় ১৫ বিদ্রোহী নিহত
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের বোমা হামলায় অন্তত ১৫ বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার অন্যতম প্রধান বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএআইএল এ হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়।
আইএআইএল’র একজন বোমা হামলাকারী বিপুল পরিমাণ বিস্ফোরক দিয়ে প্রতিদ্বন্দ্বী বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের একটি স্থাপনায় হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, আলেপ্পো প্রদেশের আরো এলাকা মুক্ত করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী। গতকাল তারা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় কারাম আল-তুরাব জেলার বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া, উত্তর ও পূর্বাঞ্চলের আরো কয়েকটি জেলায় সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার সেনাবাহিনী বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে বড় কয়েকটি অগ্রাভিযান চালিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন